

ভোলা-বরিশাল সেতু নিয়ে বিডিএফ নেতৃবৃন্দ পিপিপি ও সেতু সচিবকে স্মারকরিপি প্রদান ও মতবিনিময় করা হয়। পিপিপির প্রদান নির্বাহী রফিকুল ইসলাম এবং সেতু বিভাগের মাননীয় সচিব ও সেতু কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রউফ স্যারের সাথে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলে সচিব মহোদয় বিডিএফ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

পাশাপাশি প্রাকৃতিক সম্পদ গ্যাস রক্ষায় নদী ভাঙ্গন রোধে ভোলার চারপাশে বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণের বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে ফোন করে তিনি আমাদের সাক্ষাৎ ও সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্তিত ছিলেন সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিমউদদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সেলিম, চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি আতিকুল্লাহ বাহার, ঢাকা আঞ্চলিক সভাপতি সাইফুল ইসলাম কামরুজ, ভোলা আঞ্চলিক সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান, বিশিষ্ট শিল্প উদ্যোগতা আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল ওহাব খান, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ প্রমুখ।

